শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম জোরেশোরে চলছে। সবাইকে টিকার আওতায় নিয়ে এসে কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যায়, সেই চেষ্টাই করছি আমরা। তবে এটাও ঠিক যে, যদি মনে হয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখলে সংক্রমণ বাড়বে, তখন আমরা বন্ধ করে দেব হয়তো।’
করোনাভাইরাস সংক্রমণ ফের বেড়ে যাওয়ার
কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে যাচ্ছে, এমন
গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কি না, এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আগেই বলেছেন,
‘আপাতত স্কুল খোলা থাকবে। যদি সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়,
তখন আমরা দেখব স্কুল নিয়ে কী করা যায়। যদি বেশি হারে বৃদ্ধি পায়,
তাহলে স্কুল বন্ধ করার প্রয়োজন দেখা দেবে। তবে এখনও সেই অবস্থা
হয়নি।’
দেশে আবারও করোনার সংক্রমণ
বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি
অনুসরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। বৃহস্পতিবার
(২৩ জুন) মাউশির সহকারী পরিচালক (প্রশাসন) রূপক রায়ের সই করা নির্দেশনা থেকে এ তথ্য
জানা গেছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘করোনাভাইরাসের
বিস্তার রোধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অফিস/ শিক্ষাপ্রতিষ্ঠানের
শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে
অফিস/শ্রেণির কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট
সবাইকে অনুরোধ করা হলো।’
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। তখনো প্রথমে দুই সপ্তাহের ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু করোনার ডামাডোলে ২৩ দফায় সেই ছুটি বাড়াতে হয়। দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের জীবনে নেমে আসে বিপর্যয়। তারা চরম ক্ষতির সম্মুখীন হন। পুরো শিক্ষাব্যবস্থা লন্ডভন্ড হয়ে যায়। এরপর সংক্রমণ কমে আসায় ১২ সেপ্টেম্বর দ্বারোন্মোচন হয় শিক্ষাপ্রতিষ্ঠানের। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা।
শিক্ষা সংক্রান্ত সকল তথ্য, সরকারি-বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, চাকুরি প্রস্তুতি, প্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার রুটিন, সরকারি বৃত্তি ও উপবৃত্তি, জানা অজানা সব খবর ও পাঠক কলামের মজার মজার গল্প,কবিতা পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে এসাইনমেন্ট,এসাইনমেন্টের উত্তর,শিক্ষার সকল আপডেট,চাকুরির প্রস্তুতির শর্ট টেকনিক পেতে Talukdar Academy ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
0 coment rios: