দেশে
আবারও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক
পরা ও স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি)
অধিদপ্তর। বৃহস্পতিবার (২৩ জুন) মাউশির সহকারী পরিচালক (প্রশাসন) রূপক রায়ের সই
করা নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে। এদিকে
এদিন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে করোনা শনাক্তের
হার ১৪ দশমিক শতাংশ ছাড়িয়েছে।
আদেশে অধিদপ্তর বলছে, করোনা ভাইরাসের
বিস্তাররোধকল্পে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, অধিদপ্তরের
অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীদের এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক
পরিধান করে অফিস-শ্রেণির কার্যক্রম পরিচলনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য
সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
এদিকে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে
জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন। গত
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ।
গতকাল বুধবার এ হার ছিলো ১৩ দশমিক ৩০ শতাংশ। গত সোমবার শনাক্তের হার
ছিলো ১০ দশমিক ৮৭ শতাংশ।
শিক্ষা সংক্রান্ত সকল তথ্য, সরকারি-বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, চাকুরি প্রস্তুতি, প্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার রুটিন, সরকারি বৃত্তি ও উপবৃত্তি, জানা অজানা সব খবর ও পাঠক কলামের মজার মজার গল্প,কবিতা পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে এসাইনমেন্ট,এসাইনমেন্টের উত্তর,শিক্ষার সকল আপডেট,চাকুরির প্রস্তুতির শর্ট টেকনিক পেতে Talukdar Academy ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
0 coment rios: