Showing posts with label মাদরাসা পর্যায় খবর. Show all posts
Showing posts with label মাদরাসা পর্যায় খবর. Show all posts

Wednesday, November 30, 2022

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ (সকল বোর্ড)

এইচএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ (সকল বোর্ড)

 পুনঃনিরীক্ষণের ফলাফল সাধারণত সকল বোর্ড বিভিন্ন সময়ে পৃথক পৃথকভাবে নিজ বোর্ডের ওয়েবসাইতে আপলোড করে থাকে। তাই সকল বোর্ডের ফলাফল একই জায়গায় পাওয়া যাবে না।  তবে আপনারা  সকল বোর্ডের ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। ফলে আপনারা সকল বোর্ডের ফলাফল সহজে একই জায়গা থেকে দেখতে পারবেন। এ জন্য নিম্নে দেওয়া লিংক সমূহ থেকে আপনার নিজ বোর্ডের লিংকে ক্লিক করে ফলাফল ডাউনলোড করে দেখতে পারবেন।








এইচএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ সিলেট বোর্ড ডাউনলোড
এইচএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ ঢাকা বোর্ড ডাউনলোড
এইচএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ চট্টগ্রাম বোর্ড ডাউনলোড
এইচএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ যশোর বোর্ড ডাউনলোড
এইচএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ দিনাজপুর বোর্ড ডাউনলোড
এইচএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ রাজশাহি বোর্ড ডাউনলোড
এইচএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ ময়মনসিংহ বোর্ড ডাউনলোড
এইচএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ বরিশাল বোর্ড ডাউনলোড
এইচএসসি  পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ কুমিল্লা বোর্ড ডাউনলোড

আলিম পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ মাদ্রাসা বোর্ড ডাউনলোড

এইচএসসি  পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ কারিগরি বোর্ড ডাউনলোড








এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২

  কী? এইচএসসি পরীক্ষার ফল মনমত হয়নি? কোনো সমস্যা নেই, তোমরা এখন পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। চলো জেনে নেই এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ :

পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ আসলে কাদের জন্য?

যারা ২০২২ সালের এইচএসসি ও সমমান (আলিম ও ভোকেশনাল) পরীক্ষায় কোনো বিষয়ে ২-১ মার্ক এর জন্য A+ পাও নি অথবা কারো কোনো বিষয়ে F এসেছে কিন্তু সে কল্পনাও করেনি যে ফেল আসবে অথবা খুব অল্প পয়েন্টের জন্য GPA 5 পাওনি, তাদের জন্যই হচ্ছে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২২





এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২

শুধুমাত্র টেলিটক (প্রি-পেইড) সিম থেকে এসএমএস (SMS) এর মাধ্যমে এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষনের জন্য আবেদন করা যায়। নিচে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ দেখুন :

উল্লেখ্য যাদের বাড়িতে টেলিটক সিম আছে তাদেরকে কার কাছে যেতে হবে না। শুধু টেলিটক সিমে আবেদন করার টাকা থাকলেই ঘরে বসে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। এ জন্য যা করতে হবে নিম্নরুপঃ

কিছু কথা জানা দরকার

ফলাফল পুনঃনিরীক্ষনের ক্ষেত্রে ১ টি বিষয়ের জন্য আবেদন ফি বাবত ১২৫ টাকা কেটে নেওয়া হবে। তবে যে সকল বিষয়ে দুটি পত্র রয়েছে, সেসকল বিষয়ে ২৫০ টাকা কেটে নেওয়া হবে। 

এভাবে কেউ যদি আলাদা দুটি বিষয়ে আবেদন করে সেক্ষেত্রেও ২৫০ টাকা কেটে নেওয়া হবে।

যেসকল বিষয়ে পরীক্ষা হয়েছে শুধুমাত্র সেসব বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে।

বোর্ড চ্যালেঞ্জের আবেদন ২ ধাপে অনুষ্ঠিত হবে।

আবেদন করতে যা যা লাগবে

  • একটি টেলিটক সিম ও মোবাইল
  • একটি সচল মোবাইল নম্বর
  • আবেদন ফি

আবেদন করতে যেভাবে এসএমএস (SMS) করবেন

১ম ধাপ : মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RSC <স্পেস> নিজ নিজ বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং এরপর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

এখানে স্পেস মানে ফাকা বা খালি জায়গা বোঝানো হয়েছে। মেসেজ লেখার সময় মোবাইলের ০ বাটনে ক্লিক করলে একটা স্পেস হয়ে যাবে।

উদাহরণ

যশোর বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর যদি হয়, 190963 এবং তার বাংলা ১ম পত্রের জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ

 RSC JES 190963 101

আর যদি সে বাংলা ১ম ও ২য় পত্র অথবা ভিন্ন দুটি পত্রের জন্য আবেদন করে তাহলে নিম্নোক্তভাবে লিখতে হবে

 RSC JES 190963 101, 102 অথবা  RSC JES 190963 101, 105

এভাবে সে যত ইচ্ছা পত্র বা বিষয় একটি কমা ও স্পেস দিয়ে যুক্ত করতে পারবে এবং সবশেষে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠাতে হবে।

অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা কিভাবে আবেদন করবে?

অন্য যেকোন বোর্ডের শিক্ষার্থী হোক, সবাই একই নিয়মে আবেদন করবে। এক্ষেত্রে যার যার বোর্ডের শর্ট কোড আলাদা থাকবে। সে জন্য আমি নিচে সকল বোর্ডের শর্ট কোড দিয়ে দিলাম।

সকল বোর্ডের শর্ট কোড

বোর্ডের নামশর্ট কোড
যশোরJES
কুমিল্লাCOM
চট্টগ্রামCHI
বরিশালBAR
রাজশাহীRAJ
মাদ্রাসাMAD
ঢাকাDHA
দিনাজপুরDIJ
ময়মনসিংহMYM
সিলেটSYL
কারিগরিTEC

২য় ধাপ : এবার ফিরতি এসএমএস (SMS) -এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ আবার গিয়ে লিখবেন RSC <স্পেস> YES <স্পেস> পিন নম্বর <স্পেস> আপনার সাথে থাকা যে কোন অপারেটরের একটি মোবাইল নম্বর।

মনে করুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে যেভাবে লিখবেন :

RSC YES 12345 01913XXXXXX

ব্যাস! উপরের প্রক্রিয়া গুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন, তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ বা এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আবেদনের সময়সীমা

০০ নভেম্বর ২০২২ তারিখ হতে ০০ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

আসুন এখন এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ সংক্ষেপে উদাহরণ সহ দেখে নেই

১ম ধাপRSC JES 259663 101, 105
২য় ধাপRSC YES 12345 01913XXXXXX
পাঠাতে হবে১৬২২২ নম্বরে
চার্জ / ফি১২৫ টাকা (প্রতি বিষয়/ পত্র)
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

পুনঃনিরিক্ষনের ফলাফল যেভাবে জানবেন

উত্তরপত্র পুনঃনিরীক্ষনের ফলাফল শীঘ্রই প্রকাশিত হবে।  আবেদনের সময় দেওয়া নম্বরে নিজ নিজ মোবাইলে জানিয়ে দেওয়া হবে। পুনঃনিরীক্ষনের ফলাফল জানতে এখানে ক্লিক করুন





এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ (সকল বোর্ড)

এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ (সকল বোর্ড)

পুনঃনিরীক্ষণের ফলাফল সাধারণত সকল বোর্ড বিভিন্ন সময়ে পৃথক পৃথকভাবে নিজ বোর্ডের ওয়েবসাইতে আপলোড করে থাকে। তাই সকল বোর্ডের ফলাফল একই জায়গায় পাওয়া যাবে না।  তবে আপনারা  সকল বোর্ডের ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। ফলে আপনারা সকল বোর্ডের ফলাফল সহজে একই জায়গা থেকে দেখতে পারবেন। এ জন্য নিম্নে দেওয়া লিংক সমূহ থেকে আপনার নিজ বোর্ডের লিংকে ক্লিক করে ফলাফল ডাউনলোড করে দেখতে পারবেন।






এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ ঢাকা বোর্ড ডাউনলোড

এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ সিলেট বোর্ড ডাউনলোড
এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ চট্টগ্রাম বোর্ড ডাউনলোড
এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ যশোর বোর্ড ডাউনলোড
এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ দিনাজপুর বোর্ড ডাউনলোড
এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ রাজশাহী বোর্ড ডাউনলোড
এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ ময়মনসিংহ বোর্ড ডাউনলোড
এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ বরিশাল বোর্ড ডাউনলোড
এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ কুমিল্লা বোর্ড ডাউনলোড

দাখিল   পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ মাদ্রাসা বোর্ড ডাউনলোড

এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ কারিগরি বোর্ড ডাউনলোড








এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২

 কী? এসএসসি পরীক্ষার ফল মনমত হয়নি? কোনো সমস্যা নেই, তোমরা এখন পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। চলো জেনে নেই এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ :

পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ আসলে কাদের জন্য?

যারা ২০২২ সালের এসএসসি ও সমমান (দাখিল ও ভোকেশনাল) পরীক্ষায় কোনো বিষয়ে ২-১ মার্ক এর জন্য A+ পাও নি অথবা কারো কোনো বিষয়ে F এসেছে কিন্তু সে কল্পনাও করেনি যে ফেল আসবে অথবা খুব অল্প পয়েন্টের জন্য GPA 5 পাওনি, তাদের জন্যই হচ্ছে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২২



এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২

শুধুমাত্র টেলিটক (প্রি-পেইড) সিম থেকে এসএমএস (SMS) এর মাধ্যমে এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষনের জন্য আবেদন করা যায়। নিচে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ দেখুন :

উল্লেখ্য যাদের বাড়িতে টেলিটক সিম আছে তাদেরকে কার কাছে যেতে হবে না। শুধু টেলিটক সিমে আবেদন করার টাকা থাকলেই ঘরে বসে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। এ জন্য যা করতে হবে নিম্নরুপঃ

কিছু কথা জানা দরকার

ফলাফল পুনঃনিরীক্ষনের ক্ষেত্রে ১ টি বিষয়ের জন্য আবেদন ফি বাবত ১২৫ টাকা কেটে নেওয়া হবে। তবে যে সকল বিষয়ে দুটি পত্র রয়েছে, সেসকল বিষয়ে ২৫০ টাকা কেটে নেওয়া হবে। 

এভাবে কেউ যদি আলাদা দুটি বিষয়ে আবেদন করে সেক্ষেত্রেও ২৫০ টাকা কেটে নেওয়া হবে।

যেসকল বিষয়ে পরীক্ষা হয়েছে শুধুমাত্র সেসব বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে।

বোর্ড চ্যালেঞ্জের আবেদন ২ ধাপে অনুষ্ঠিত হবে।

আবেদন করতে যা যা লাগবে

  • একটি টেলিটক সিম ও মোবাইল
  • একটি সচল মোবাইল নম্বর
  • আবেদন ফি

আবেদন করতে যেভাবে এসএমএস (SMS) করবেন

১ম ধাপ : মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RSC <স্পেস> নিজ নিজ বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং এরপর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

এখানে স্পেস মানে ফাকা বা খালি জায়গা বোঝানো হয়েছে। মেসেজ লেখার সময় মোবাইলের ০ বাটনে ক্লিক করলে একটা স্পেস হয়ে যাবে।

উদাহরণ

যশোর বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর যদি হয়, 190963 এবং তার বাংলা ১ম পত্রের জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ

 RSC JES 190963 101

আর যদি সে বাংলা ১ম ও ২য় পত্র অথবা ভিন্ন দুটি পত্রের জন্য আবেদন করে তাহলে নিম্নোক্তভাবে লিখতে হবে

 RSC JES 190963 101, 102 অথবা  RSC JES 190963 101, 105

এভাবে সে যত ইচ্ছা পত্র বা বিষয় একটি কমা ও স্পেস দিয়ে যুক্ত করতে পারবে এবং সবশেষে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠাতে হবে।

অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা কিভাবে আবেদন করবে?

অন্য যেকোন বোর্ডের শিক্ষার্থী হোক, সবাই একই নিয়মে আবেদন করবে। এক্ষেত্রে যার যার বোর্ডের শর্ট কোড আলাদা থাকবে। সে জন্য আমি নিচে সকল বোর্ডের শর্ট কোড দিয়ে দিলাম।

সকল বোর্ডের শর্ট কোড

বোর্ডের নামশর্ট কোড
যশোরJES
কুমিল্লাCOM
চট্টগ্রামCHI
বরিশালBAR
রাজশাহীRAJ
মাদ্রাসাMAD
ঢাকাDHA
দিনাজপুরDIJ
ময়মনসিংহMYM
সিলেটSYL
কারিগরিTEC

২য় ধাপ : এবার ফিরতি এসএমএস (SMS) -এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ আবার গিয়ে লিখবেন RSC <স্পেস> YES <স্পেস> পিন নম্বর <স্পেস> আপনার সাথে থাকা যে কোন অপারেটরের একটি মোবাইল নম্বর।

মনে করুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে যেভাবে লিখবেন :

RSC YES 12345 01913XXXXXX

ব্যাস! উপরের প্রক্রিয়া গুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন, তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ বা এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আবেদনের সময়সীমা

২৯ নভেম্বর ২০২২ তারিখ হতে ০৫ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

আসুন এখন এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ সংক্ষেপে উদাহরণ সহ দেখে নেই

১ম ধাপRSC JES 259663 101, 105
২য় ধাপRSC YES 12345 01913XXXXXX
পাঠাতে হবে১৬২২২ নম্বরে
চার্জ / ফি১২৫ টাকা (প্রতি বিষয়/ পত্র)
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

পুনঃনিরিক্ষনের ফলাফল যেভাবে জানবেন

উত্তরপত্র পুনঃনিরীক্ষনের ফলাফল শীঘ্রই প্রকাশিত হবে।  আবেদনের সময় দেওয়া নম্বরে নিজ নিজ মোবাইলে জানিয়ে দেওয়া হবে। পুনঃনিরীক্ষনের ফলাফল জানতে এখানে ক্লিক করুন