Showing posts with label স্কুল পর্যায় খবর. Show all posts
Showing posts with label স্কুল পর্যায় খবর. Show all posts

Wednesday, November 30, 2022

এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ (সকল বোর্ড)

এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ (সকল বোর্ড)

পুনঃনিরীক্ষণের ফলাফল সাধারণত সকল বোর্ড বিভিন্ন সময়ে পৃথক পৃথকভাবে নিজ বোর্ডের ওয়েবসাইতে আপলোড করে থাকে। তাই সকল বোর্ডের ফলাফল একই জায়গায় পাওয়া যাবে না।  তবে আপনারা  সকল বোর্ডের ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। ফলে আপনারা সকল বোর্ডের ফলাফল সহজে একই জায়গা থেকে দেখতে পারবেন। এ জন্য নিম্নে দেওয়া লিংক সমূহ থেকে আপনার নিজ বোর্ডের লিংকে ক্লিক করে ফলাফল ডাউনলোড করে দেখতে পারবেন।






এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ ঢাকা বোর্ড ডাউনলোড

এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ সিলেট বোর্ড ডাউনলোড
এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ চট্টগ্রাম বোর্ড ডাউনলোড
এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ যশোর বোর্ড ডাউনলোড
এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ দিনাজপুর বোর্ড ডাউনলোড
এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ রাজশাহী বোর্ড ডাউনলোড
এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ ময়মনসিংহ বোর্ড ডাউনলোড
এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ বরিশাল বোর্ড ডাউনলোড
এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ কুমিল্লা বোর্ড ডাউনলোড

দাখিল   পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ মাদ্রাসা বোর্ড ডাউনলোড

এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২২ কারিগরি বোর্ড ডাউনলোড








এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২

 কী? এসএসসি পরীক্ষার ফল মনমত হয়নি? কোনো সমস্যা নেই, তোমরা এখন পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। চলো জেনে নেই এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ :

পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ আসলে কাদের জন্য?

যারা ২০২২ সালের এসএসসি ও সমমান (দাখিল ও ভোকেশনাল) পরীক্ষায় কোনো বিষয়ে ২-১ মার্ক এর জন্য A+ পাও নি অথবা কারো কোনো বিষয়ে F এসেছে কিন্তু সে কল্পনাও করেনি যে ফেল আসবে অথবা খুব অল্প পয়েন্টের জন্য GPA 5 পাওনি, তাদের জন্যই হচ্ছে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২২



এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২

শুধুমাত্র টেলিটক (প্রি-পেইড) সিম থেকে এসএমএস (SMS) এর মাধ্যমে এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষনের জন্য আবেদন করা যায়। নিচে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ দেখুন :

উল্লেখ্য যাদের বাড়িতে টেলিটক সিম আছে তাদেরকে কার কাছে যেতে হবে না। শুধু টেলিটক সিমে আবেদন করার টাকা থাকলেই ঘরে বসে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। এ জন্য যা করতে হবে নিম্নরুপঃ

কিছু কথা জানা দরকার

ফলাফল পুনঃনিরীক্ষনের ক্ষেত্রে ১ টি বিষয়ের জন্য আবেদন ফি বাবত ১২৫ টাকা কেটে নেওয়া হবে। তবে যে সকল বিষয়ে দুটি পত্র রয়েছে, সেসকল বিষয়ে ২৫০ টাকা কেটে নেওয়া হবে। 

এভাবে কেউ যদি আলাদা দুটি বিষয়ে আবেদন করে সেক্ষেত্রেও ২৫০ টাকা কেটে নেওয়া হবে।

যেসকল বিষয়ে পরীক্ষা হয়েছে শুধুমাত্র সেসব বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে।

বোর্ড চ্যালেঞ্জের আবেদন ২ ধাপে অনুষ্ঠিত হবে।

আবেদন করতে যা যা লাগবে

  • একটি টেলিটক সিম ও মোবাইল
  • একটি সচল মোবাইল নম্বর
  • আবেদন ফি

আবেদন করতে যেভাবে এসএমএস (SMS) করবেন

১ম ধাপ : মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RSC <স্পেস> নিজ নিজ বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং এরপর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

এখানে স্পেস মানে ফাকা বা খালি জায়গা বোঝানো হয়েছে। মেসেজ লেখার সময় মোবাইলের ০ বাটনে ক্লিক করলে একটা স্পেস হয়ে যাবে।

উদাহরণ

যশোর বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর যদি হয়, 190963 এবং তার বাংলা ১ম পত্রের জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ

 RSC JES 190963 101

আর যদি সে বাংলা ১ম ও ২য় পত্র অথবা ভিন্ন দুটি পত্রের জন্য আবেদন করে তাহলে নিম্নোক্তভাবে লিখতে হবে

 RSC JES 190963 101, 102 অথবা  RSC JES 190963 101, 105

এভাবে সে যত ইচ্ছা পত্র বা বিষয় একটি কমা ও স্পেস দিয়ে যুক্ত করতে পারবে এবং সবশেষে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠাতে হবে।

অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা কিভাবে আবেদন করবে?

অন্য যেকোন বোর্ডের শিক্ষার্থী হোক, সবাই একই নিয়মে আবেদন করবে। এক্ষেত্রে যার যার বোর্ডের শর্ট কোড আলাদা থাকবে। সে জন্য আমি নিচে সকল বোর্ডের শর্ট কোড দিয়ে দিলাম।

সকল বোর্ডের শর্ট কোড

বোর্ডের নামশর্ট কোড
যশোরJES
কুমিল্লাCOM
চট্টগ্রামCHI
বরিশালBAR
রাজশাহীRAJ
মাদ্রাসাMAD
ঢাকাDHA
দিনাজপুরDIJ
ময়মনসিংহMYM
সিলেটSYL
কারিগরিTEC

২য় ধাপ : এবার ফিরতি এসএমএস (SMS) -এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ আবার গিয়ে লিখবেন RSC <স্পেস> YES <স্পেস> পিন নম্বর <স্পেস> আপনার সাথে থাকা যে কোন অপারেটরের একটি মোবাইল নম্বর।

মনে করুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে যেভাবে লিখবেন :

RSC YES 12345 01913XXXXXX

ব্যাস! উপরের প্রক্রিয়া গুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন, তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ বা এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আবেদনের সময়সীমা

২৯ নভেম্বর ২০২২ তারিখ হতে ০৫ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

আসুন এখন এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ সংক্ষেপে উদাহরণ সহ দেখে নেই

১ম ধাপRSC JES 259663 101, 105
২য় ধাপRSC YES 12345 01913XXXXXX
পাঠাতে হবে১৬২২২ নম্বরে
চার্জ / ফি১২৫ টাকা (প্রতি বিষয়/ পত্র)
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

পুনঃনিরিক্ষনের ফলাফল যেভাবে জানবেন

উত্তরপত্র পুনঃনিরীক্ষনের ফলাফল শীঘ্রই প্রকাশিত হবে।  আবেদনের সময় দেওয়া নম্বরে নিজ নিজ মোবাইলে জানিয়ে দেওয়া হবে। পুনঃনিরীক্ষনের ফলাফল জানতে এখানে ক্লিক করুন





Saturday, September 3, 2022

নতুন শিক্ষাক্রম অনুমোদন, আগামী বছর থেকে বাস্তবায়ন

নতুন শিক্ষাক্রম অনুমোদন, আগামী বছর থেকে বাস্তবায়ন

 বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় রেখে বর্তমান শিক্ষা কারিকুলাম আধুনিক করা হচ্ছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চলমান শিক্ষাক্রমের ভুলত্রুটি সংশোধন, আন্তর্জাতিক মান ও সময়ের চাহিদা বিবেচনা করে এ পরিবর্তন আনার উদ্যোগ দিয়েছে সরকার।

শিক্ষাকে আনন্দময় করে তোলা এবং শ্রেণিকক্ষেই পাঠদান সম্পন্ন করার ব্যবস্থা রেখে প্রধানমন্ত্রীর খসড়া মৌখিকভাবে অনুমোদন দিলেও সোমবার (৩০ মে) এ নতুন কারিকুলাম চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।


বিদ্যমান ও নতুন শিক্ষাক্রমের পার্থক্য কী?

এনসিটিবি সূত্রমতে, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের যোগ্যতা অর্জনের ওপর জোর দেওয়া হয়েছে। সাধারণভাবে বলা হয়, একজন শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও নৈতিকতা সমন্বিতভাবে অর্জিত হলে তার যোগ্যতা গড়ে ওঠে। বিষয়টিকে উদাহরণ দিয়ে এনসিটিবি বলেছে, একজন শিক্ষার্থী একটি গাড়ি কীভাবে চালাতে হয়, তা যখন বই পড়ে বা শুনে বা দেখে জানতে পারে, তখন তার জ্ঞান অর্জিত হয়। ওই শিক্ষার্থী যদি গাড়ির বিভিন্ন যন্ত্র হাতে-কলমে পরিচালনা করতে শেখে, অর্থাৎ সামনে, পেছনে, ডানে-বাঁয়ে চালাতে পারে, ব্রেক করতে পারে, তখন তার দক্ষতা তৈরি হয়। আর যদি ওই শিক্ষার্থী গাড়ি চালিয়ে নিজের ও রাস্তার সব মানুষ, প্রাণী ও সম্পদের নিরাপত্তা রক্ষা করে গন্তব্যে পৌঁছানোর সক্ষমতা অর্জন করে, তখন তার গাড়ি চালনার বিষয়ে যোগ্যতা অর্জিত হয়।

প্রাক্-প্রাথমিক দুই বছর

নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক শিক্ষা হবে দুই বছর মেয়াদি, যা চার বছর বয়সী শিশুদের দিয়ে শুরু করে ছয় বছর পর্যন্ত চলবে। প্রাক্‌-প্রাথমিকে দুটি শ্রেণি থাকবে। একটি হবে প্রাক্-প্রাথমিক প্রথম শ্রেণি এবং প্রাক্-প্রাথমিক দ্বিতীয় শ্রেণি। বর্তমানে পাঁচ বছর বয়সী শিশুদের এক বছর মেয়াদি প্রাক্-প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। আর ছয় বছরের বেশি বয়সী শিশুদের প্রথম শ্রেণিতে ভর্তি করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, এ বিষয়ে ইতিমধ্যে সরকারের উচ্চপর্যায়ের অনুমোদন পাওয়া গেছে। 

 

কমছে বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে। এগুলো হলো ভাষা ও যোগাযোগ, গণিত ও যুক্তি, জীবন ও জীবিকা, সমাজ ও বিশ্ব নাগরিকত্ব, পরিবেশ ও জলবায়ু, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, মূল্যবোধ ও নৈতিকতা এবং শিল্প ও সংস্কৃতি।

প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরা শেখাবেন। প্রাথমিকের জন্য আটটি বিষয় নির্বাচন করা হয়েছে। এগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ধর্মশিক্ষা, ভালো থাকা এবং শিল্প ও সংস্কৃতি। এর মধ্যে ‘ভালো থাকা’ এবং ‘শিল্প ও সংস্কৃতি’ বিষয়ে আলাদা বই থাকবে না। এগুলো শিক্ষকেরা শেখাবেন, যার জন্য নির্দেশনামূলক বই দেওয়া হবে।

আর ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে ১০টি অভিন্ন বই পড়ানো হবে। এগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, জীবন ও জীবিকা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ধর্মশিক্ষা, ভালো থাকা এবং শিল্প ও সংস্কৃতি। বর্তমানে মাধ্যমিকে ১২ থেকে ১৪টি বই পড়ানো হয়। এখন অষ্টম শ্রেণি পর্যন্ত অভিন্ন বই পড়তে হয়। আর নবম শ্রেণিতে শাখা বিভাজন হয়। নতুন শিক্ষাক্রমে একাদশ শ্রেণিতে গিয়ে শাখা পরিবর্তন হবে।

 

কবে থেকে নতুন বই

এনসিটিবির সূত্রমতে,

২০২৩ সালে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণি;

২০২৪ সালে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণি;

২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে চালু হবে নতুন শিক্ষাক্রম।

এরপর উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে ২০২৬ সালে এবং দ্বাদশ শ্রেণিতে ২০২৭ সালে নতুন শিক্ষাক্রম চালু হবে।

 

যেভাবে পরীক্ষা ও মূল্যায়ন

প্রস্তাবিত শিক্ষাক্রম অনুযায়ী, তৃতীয় শ্রেণির আগে স্কুলে কোনো পরীক্ষা রাখা হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানেই ধারাবাহিকভাবে মূল্যায়ন হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে শিখনকালীন মূল্যায়ন হবে ৭০ শতাংশ। বাকি ৩০ শতাংশ সামষ্টিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা)। একইভাবে ষষ্ঠ শ্রেণিতে ৬০ শতাংশ শিখনকালীন এবং ৪০ শতাংশ সামষ্টিক মূল্যায়ন হবে। নবম ও দশম শ্রেণিতে ৫০ শতাংশ শিখনকালীন ও ৫০ শতাংশ সামষ্টিক মূল্যায়ন হবে।

 

পাবলিক পরীক্ষা

দশম শ্রেণিতে গিয়ে হবে পাবলিক পরীক্ষা। শুধু দশম শ্রেণির পাঠ্যসূচির ভিত্তিতে এসএসসি পরীক্ষা হবে। দশম শ্রেণির মোট ১০টি বিষয়ের মধ্যে ৫টির পরীক্ষা হবে এসএসসিতে। এগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান। বাকি পাঁচটি বিষয়ের মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে। বর্তমানে নবম ও দশম শ্রেণির পাঠ্যসূচির ভিত্তিতে এসএসসি পরীক্ষা হয়। এখন গড়ে ৩২ কর্মদিবস লাগে এসএসসি পরীক্ষা নিতে। নতুন সিদ্ধান্ত পাঁচ কর্মদিবসেই পরীক্ষা শেষ হবে।

শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী, উচ্চমাধ্যমিকে (একাদশ ও দ্বাদশ শ্রেণি) ৬টি বিষয়ে ১২টি পত্র থাকবে। একাদশ শ্রেণিতে বাধ্যতামূলক বিষয় হিসেবে বাংলা, ইংরেজি এবং ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি একজন শিক্ষার্থী যে শাখায় পড়বে, সেই শাখার প্রতিটি বিষয়ের প্রথম পত্রের (মোট তিনটি) পরীক্ষা হবে। অর্থাৎ একাদশ শ্রেণিতে মোট ছয়টি বিষয়ে পাবলিক পরীক্ষা হবে। আর দ্বাদশ শ্রেণিতে নিজ নিজ শাখার তিনটি বিষয়ের দ্বিতীয় ও তৃতীয় পত্রের মোট ছয়টি বিষয়ে পাবলিক পরীক্ষা হবে। নতুন শিক্ষাক্রমে প্রতি শাখার তিনটি বিষয়ের প্রতিটির জন্য তিনটি পত্র থাকবে। দুই পরীক্ষার সম্মিলিত ফলের ভিত্তিতে এইচএসসির চূড়ান্ত ফল ঘোষণা হবে।

 

বর্তমানে এসএসসি ও এইচএসসি ছাড়াও পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণি শেষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হয়। এনসিটিবির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁরা দশম শ্রেণির আগে কোনো পাবলিক পরীক্ষা না নেওয়ার কথা বলেছেন।

 

সপ্তাহে ছুটি দুদিন, জাতীয় দিবসে খোলা

নতুন শিক্ষাক্রমে সরকারি ছুটির মতো শিক্ষাপ্রতিষ্ঠানও শুক্র ও শনিবার ছুটি থাকবে। তবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, জাতীয় শোক দিবস এবং বিজয় দিবসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে। এই দিবসগুলোতে সব শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে হবে, কিন্তু ক্লাস হবে না। দিবসের তাৎপর্য অনুযায়ী বিভিন্ন ধরনের কর্মসূচি থাকবে, যেগুলো ধারাবাহিক মূল্যায়নে যুক্ত হবে।

 আরো বিস্তারিত জানতে ভিডিও টি দেখতে পারেনঃ

শিক্ষা সংক্রান্ত সকল তথ্য, সরকারি-বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, চাকুরি প্রস্তুতি, প্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার রুটিন, সরকারি বৃত্তি ও উপবৃত্তি, জানা অজানা সব খবর ও পাঠক কলামের মজার মজার গল্প,কবিতা পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে এসাইনমেন্ট,এসাইনমেন্টের উত্তর,শিক্ষার সকল আপডেট,চাকুরির প্রস্তুতির শর্ট টেকনিক পেতে Talukdar Academy ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।


Tuesday, August 9, 2022

ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষার সংশোধিত রুটিন ২০২২ (Vocational Routine 2022 PDF Download)

ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষার সংশোধিত রুটিন ২০২২ (Vocational Routine 2022 PDF Download)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২২ সালের স্কুল-মাদ্রাসার এসএসসি-দাখিল (ভোকেশনাল) পরীক্ষার সংশোধিত রুটিন (সময়সূচি) প্রকাশ করেছে।

ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষার রুটিন ২০২২ (সংশোধিত)






আগস্ট বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে (www.bteb.gov.bd), এসএসসি সমমান ভোকেশনালের সময়সূচি সম্বলিত রুটিন প্রকাশ করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত সংশোধিত সময়সূচি প্রকাশের মধ্য দিয়ে ভোকেশনালের পরীক্ষার সময়সূচি নিশ্চিত করা হয়েছে।

Technical Board SSC-Dakhil Vocational Routine 2022 PDF Download

কারিগরি বোর্ডের ভোকেশনাল পরীক্ষার রুটিন প্রকাশের সাথে অবশ্যই পালনীয় বিশেষ কয়েকটি নির্দেশনা প্রদান করেছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে উপস্থিত হতে নির্দেশনা দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে বলে বিশেষ নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে কারিগরি বোর্ড প্রকাশিত ২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভোকেশনালের সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে নিচের প্রতিবেদন পড়ুন।




Download Vocational 2022 Routine Pdf here:

                                                           Download SSC (Vocational) 2022 New Routine

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২২ এর সংশোধিত সময়সূচি দেখুন উপরে যুক্ত কারিগরি বোর্ডের রুটিন থেকে। উপরের যুক্ত রুটিনে কোন প্রকার অস্পষ্টতা দেখা দিলে বোর্ডের মূল রুটিন দেখুন এখান থেকে

২০২২ সালের ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষার রুটিন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানাতে পারেন।তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

শিক্ষা সংক্রান্ত সকল তথ্য, সরকারি-বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, চাকুরি প্রস্তুতি, প্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার রুটিন, সরকারি বৃত্তি ও উপবৃত্তি, জানা অজানা সব খবর ও পাঠক কলামের মজার মজার গল্প,কবিতা পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে এসাইনমেন্ট,এসাইনমেন্টের উত্তর,শিক্ষার সকল আপডেট,চাকুরির প্রস্তুতির শর্ট টেকনিক পেতে Talukdar Academy ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।



Sunday, July 31, 2022

২০২২ সালের স্থগিত এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

২০২২ সালের স্থগিত এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

 ২০২২ সালের স্থগিত এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুসারে সকল বোর্ডের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



২০২২ সালের স্থগিত এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ (SSC Routine 2022)

২০২২ সালের স্থগিত হওয়া সকল বোর্ডের এসএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ৩১ জুলাই ২০২২ খ্রি. তারিখ রবিবার বিকালে স্থগিতকৃত এসএসসির নতুন রুটিন প্রকাশ করা হয়।

এই রুটিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ড যেমন- ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে জন্য প্রযোজ্য হবে।



আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত রুটিনের সময়সূচি অনুসারে এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকল বোর্ডের ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে। প্রতিটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১১ টা হতে দুপুর ১টা পর্যন্ত।

ব্যবহারিক বিষয় ব্যাতিত তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা চলবে ০১ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ শনিবার পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১০/১০/২০২২ হতে।

উল্লেখ্য, ২০২২ সালের এসএসসি সমমান পরীক্ষা ১৯ জুন থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু বন্যার কারণে মাধ্যমিক পর্যায়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্থগিতকৃত এসএসসি সমমান পরীক্ষা নতুন নতুন সময়সূচি অনুসারে অনুষ্ঠানের ঘোষনা দেন। মন্ত্রীর ঘোষণা অনুসারে ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি-দাখিল সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

SSC New Routine PDF Download 2022  (এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি ২০২২)

ঢাকা শিক্ষা বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত রুটিন দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ডের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে।

সংঙ্গীত বিষয় সহ অন্যান্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১০/১০/২০২২ হতে ১৫/১০/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় শিক্ষার্থীদের যেসব নির্দেশনা মানতে হবে তার নির্দেশনা রুটিনের নিচের দিকে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।


এসএসসি পরীক্ষা ২০২২ এর সময়সূচি সম্বলিত রুটিন এর ইমেজ কপি নিচে যুক্ত করা হয়েছে। এছাড়া এই প্রতিবেদনের নিচের দিকে দেওয়া লিংক থেকে এর মূল পিডিএফ কপি ডাউনলোড করা যাবে।





Download SSC 2022 Routine Pdf here:

                                                           Download SSC 2022 New Routine

উপরের যুক্ত এসএসসি পরীক্ষার রুটিনের ইমেজ কপিতে কোন প্রকার অস্পষ্টতা দেখলে, এর মূল পিডিএফ কপি ডাউনলোড করুন এখান থেকে

২০২২ সালের স্থগিত এসএসসি পরীক্ষার রুটিন দেখতে ও ডাউনলোড করতে অসুবিধা হরে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।


শিক্ষা সংক্রান্ত সকল তথ্য, সরকারি-বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, চাকুরি প্রস্তুতি, প্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার রুটিন, সরকারি বৃত্তি ও উপবৃত্তি, জানা অজানা সব খবর ও পাঠক কলামের মজার মজার গল্প,কবিতা পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।

ইউটিউবে এসাইনমেন্ট,এসাইনমেন্টের উত্তর,শিক্ষার সকল আপডেট,চাকুরির প্রস্তুতির শর্ট টেকনিক পেতে Talukdar Academy ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।