২০২২ সালে স্কুল-কলেজ, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান
শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারিদের আর্থিক অনুদান ২০২২ এর অনলাইন আবেদন শুরু হবে ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে এটি চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত । প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এর বিশেষ মঞ্জুরি অনুদানের টাকা পেতে হলে স্কুল-কলেজ, শিক্ষক ও শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে।
৬ষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত ২০২২ সালের শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মচারীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে যে আর্থিক অনুদান প্রদান করবে। আবেদন শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ শেষ হবে। যার মধ্যে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। নির্দিষ্ট সময় পরে কোনো শিক্ষার্থী অনলাইনে আবেদন করতে পারবে না। ছাত্র-ছাত্রীদের সরকারি আর্থিক অনুদান আবেদন করার জন্য শিক্ষার্থীদের কোনরকম ফি বা টাকা দিতে হবে না। এক্ষেত্রে সকল শিক্ষার্থীর নগদ একাউন্ট অবশ্যই থাকতে হবে।
ছাত্র-ছাত্রীদের সরকারি আর্থিক অনুদান আবেদনের নিয়ম
ছাত্র-ছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীরা আর্থিক অনুদান প্রদান করছে
শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর নির্দিষ্ট
ওয়েবসাইটে এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ২০২১-২০২২
অর্থবছরের বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে বিশেষ মঞ্জুরির টাকা বিতরণে ইতোমধ্যে নীতিমালা প্রদান করা হয়েছে। এই নীতিমালা মতে শিক্ষক শিক্ষার্থীরা বিশেষ মঞ্জুরীর টাকা পেতে আবেদন করতে হবে।
ছাত্র ছাত্রীদের আর্থিক অনুদান ২০২২
সম্প্রতি বিভিন্ন ব্যক্তির মৌখিক অভিযোগ হতে জানা গেছে যে, অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের কাছে অসৎ উদ্দেশ্যে প্রতারক চক্র হতে ভিন্ন ভিন্ন মোবাইল ফোনে এন.আই.ডি, বিকাশ বা নগদ নম্বর, ও গোপন পিন ইত্যাদি চাওয়া হচ্ছে। গত বছর (২০২১) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ অনুদান” বিষয়ে ইতিপূর্বে কাউকে ফোন দেয়া হয়নি এবং এন.আই.ডি, বিকাশ বা নগদ নম্বর ও গোপন পিন সংক্রান্ত কোন তথ্যও চাওয়া হয়নি। এ বিষয়ে প্রতারক চক্র হতে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি, শিক্ষার প্রসার, ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ রোধ ও আর্থ-সামাজিক উন্নয়নসহ দারিদ্র্য বিমোচনে এই ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
২০২২ সালে আর্থিক অনুদানের জন্য যারা যারা আবেদন করতে পারবেনঃ
· দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সাধারন শিক্ষা প্রতিষ্ঠানের (এম.পি.ও এবং নন এম.পি.ও.) মেরামত ও সংস্কার, খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ, আসবাবপত্র সংগ্রহ, প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী বান্ধব করা এবং পাঠাগারের উন্নয়ন কাজের জন্য সরকারের কাছে মঞ্জুরির আবেদন করা যাবে। শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান অথচ লেখাপড়ার মান ভাল এরূপ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার প্রদান করা হবে।
· বেসরকারি সাধারন শিক্ষা প্রতিষ্ঠানের (এম.পি.ও ভুক্ত ও নন এম.পি.ও.) শিক্ষক-কর্মচারিগণ তাঁদের দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনার জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন।
· সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (এম.পি.ও.ভুক্ত এবং নন-এম.পি.ও.) শিক্ষার্থীদের দুরারোগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা এবং শিক্ষা গ্রহণ কাজে ব্যয়ের জন্য আবেদন করতে পারবে। তবে এ বিশেষ অর্থ প্রদানের ক্ষেত্রে দুস্থ, অসহায়, রোগাক্রান্ত, প্রতিবন্ধী, গরীব, মেধাবী ও অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
· উপবৃত্তি
আবেদনের সময়সীমা ও পদ্ধতি উক্ত খাতে অনুদান প্রাপ্তির জন্য আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান
প্রধান,
শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীকে আগামী ১ ফেব্রুয়ারী ২০২২
হতে ২৮ ফেব্রুয়ারী ২০২২ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের
ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী
ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদানের আবেদন ফরম বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন দাখিল
করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা
হবে না।
উপবৃত্তি আবেদনের
জন্য যেসব কাগজপত্র প্রয়োজন :
· স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।
· শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র, ডাক্তারি সনদ এবং দৈব দূর্ঘটনার স্বপক্ষে উপযুক্ত প্রমাণপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।
· শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি। গভর্নিং বডির প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।
· শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ মোবাইল ব্যাংকিং ডাক বিভাগের ডিজিটাল লেনদেন (নগদ) এর মাধ্যমে প্রদান করা হবে;
· শিক্ষা
প্রতিষ্ঠানের জন্য বাজেটকৃত অর্থ শিক্ষা
প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে ই.এফ.টি এর মাধ্যমে
প্রদান করা হবে।
২০২২ সালে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করতে পারবে নাঃ
২০১৯-২০ ও ২০-২০২১
অর্থবছরে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী
অনুদান পেয়েছেন সে সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী
ও শিক্ষার্থী, “শিক্ষক-কর্মচারী
ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের জন্য নীতিমালা” এর
নির্দেশনা অনুযায়ী চলতি ২০২১-২২ অর্থবছর শিক্ষাবৃত্তি
অনুদানের জন্য আবেদন করতে পারবে না।
শিক্ষাবৃত্তির জন্য যে সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে
নাঃ
২০২০-২১ অর্থবছর যে সকল শিক্ষার্থীরা আর্থিক অনুদান পেয়েছে সে সকল শিক্ষার্থী, “শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের জন্য নীতিমালা” এর নির্দেশনা অনুযায়ী চলতি ২০২১-২২ অর্থবছর শিক্ষাবৃত্তি অনুদানের জন্য আবেদন করতে পারবেন না। আবেদনের জন্য কোন হার্ড কপি গ্রহণ করা হবে না।
ছাত্র-ছাত্রীদেরকে
উপবৃত্তি দেয়ার উদ্দেশ্য:
১। ছাত্র/ছাত্রী
ভর্তির হার বৃদ্ধি;
২। ছোট পরিবার গঠনে
উৎসাহ প্রদান এবং প্রজনন হার নিয়ন্ত্রণ;
৩। চাকুরির সুযোগ ও
উপার্জন ক্ষমতা বৃদ্ধি;
৪। দারিদ্র্য বিমোচন ও
জেন্ডার সমতা অর্জন; এবং
৫। সামাজিক ও
সাংস্কৃতিক উন্নয়ন।
শিক্ষামন্ত্রনালয়ের অধীনে আর্থিক অনুদান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে প্রদান করা হবে। এ লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের টাকা পেতে আগামী ১লা ফেব্রুয়ারি-২০২২ থেকে অনলাইনে আবেদন শুরু হবে। চলবে আগামী ২৮ ফেব্রুয়ারী-২০২২ পর্যন্ত চলবে। এক্ষেত্রে অনেকেই আবেদন করতে গিয়ে বিভিন্নরকম ঝামেলায় পড়ছেন, অনেকে ঠিকভাবে নিবন্ধন করতে পারলেও সঠিকভাবে আবেদন পত্র সাবমিট করতে পারছেন না। তাদের জন্য বিস্তারিত প্রক্রিয়া ধাপে ধাপে বর্ননা করা হলো।
আবেদন ফরম পূরণের নিয়মাবলীঃ
১। আবেদন ফরমের
লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। অন্যান্য
ঘরগুলো পূরণ ঐচ্ছিক।
২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
সরকারি-বেসরকারি স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয়ের আর্থিক অনুদান পেতে আবেদন করতে পারবে। দুরারোগ্য ব্যাধি, দৈব্য-দূর্ঘটনা ও শিক্ষা গ্রহণ কাজে ব্যবহারের জন্য শিক্ষার্থীরা এই আবেদন করতে পারবে। বেসরকারি এবং সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ (এমপিও এবং নন-এমপিও) দূরারোগ্য ব্যাধি ও দৈব-দূর্ঘটনার জন্য অনুদান পেতে এই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
স্বীকৃতিপ্রাপ্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত-সংস্কার, খেলাধুলার সামগ্রী, পাঠাগারের উন্নয়ন ইত্যাদি কাজের জন্য অনুদানের আবেদন করতে পারবেন। শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য অনুদান প্রাপ্তিতে, বিজ্ঞপ্তিতে বর্ণিত কাগজপত্র বা ডকুমেন্ট যুক্ত করে এই আবেদন নির্ধারিত সময় ২৮শে ফেব্রুয়ারী মধ্যে করতে হবে। তবে যারা ২০১৯-২০, ২০-২০২১ অর্থবছরে অনুদান পেয়েছেন, তারা এই অনুদান প্রাপ্তিতে আবেদন করতে পারবেন না।
২০২২ সালের শিক্ষা মন্ত্রণালয়ের আর্থিক অনুদান আবেদন সম্পর্কে আরো জানার প্রয়োজন হলে আমাদের কাছে লিখে জানাতে পারেন। আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
তথ্যসূত্র-
শিক্ষা সংক্রান্ত সকল তথ্য, সরকারি-বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, চাকুরি প্রস্তুতি, প্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার রুটিন, সরকারি বৃত্তি ও উপবৃত্তি, জানা অজানা সব খবর ও পাঠক কলামের মজার মজার গল্প,কবিতা পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে শিক্ষার সকল আপডেট,চাকুরির প্রস্তুতির শর্ট টেকনিক পেতে Talukdar Academy ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
0 coment rios: