শিক্ষামন্ত্রনালয় থেকে বিশেষ বরাদ্দে শিক্ষার্থী,শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাবৃত্তি ২০২২ এর অনলাইন আবেদন আহবান করেছে।
শিক্ষাবৃত্তির জন্য যে সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে নাঃ
২০২০-২১ অর্থবছর যে সকল শিক্ষার্থীরা আর্থিক অনুদান পেয়েছে সে সকল শিক্ষার্থী, “শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের জন্য নীতিমালা” এর নির্দেশনা অনুযায়ী চলতি ২০২২ শিক্ষাবৃত্তি অনুদানের জন্য আবেদন করতে পারবেন না। আবেদনের জন্য কোন হার্ড কপি গ্রহণ করা হবে না।
ছাত্র-ছাত্রীদেরকে উপবৃত্তি দেয়ার উদ্দেশ্য:
১। ছাত্র/ছাত্রী ভর্তির হার বৃদ্ধি;
২। ছোট পরিবার গঠনে উৎসাহ প্রদান এবং প্রজনন হার নিয়ন্ত্রণ;
৩। চাকুরির সুযোগ ও উপার্জন ক্ষমতা বৃদ্ধি;
৪। দারিদ্র্য বিমোচন ও জেন্ডার সমতা অর্জন; এবং
৫। সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন।
শিক্ষামন্ত্রনালয়ের অধীনে আর্থিক অনুদান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে প্রদান করা হবে। এ লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের টাকা পেতে আগামী ১লা ফেব্রুয়ারি-২০২২ থেকে অনলাইনে আবেদন শুরু হবে। চলবে আগামী ২৮ ফেব্রুয়ারী-২০২২ পর্যন্ত চলবে। এক্ষেত্রে অনেকেই আবেদন করতে গিয়ে বিভিন্নরকম ঝামেলায় পড়ছেন, অনেকে ঠিকভাবে নিবন্ধন করতে পারলেও সঠিকভাবে আবেদন পত্র সাবমিট করতে পারছেন না। তাদের জন্য বিস্তারিত প্রক্রিয়া ধাপে ধাপে বর্ননা করা হলো।
আবেদন ফরম পূরণের নিয়মাবলীঃ
১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক।
২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
সরকারি-বেসরকারি স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয়ের আর্থিক অনুদান পেতে আবেদন করতে পারবে। দুরারোগ্য ব্যাধি, দৈব্য-দূর্ঘটনা ও শিক্ষা গ্রহণ কাজে ব্যবহারের জন্য শিক্ষার্থীরা এই আবেদন করতে পারবে।বেসরকারি এবং সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ (এমপিও এবং নন-এমপিও) দূরারোগ্য ব্যাধি ও দৈব-দূর্ঘটনার জন্য অনুদান পেতে এই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
স্বীকৃতিপ্রাপ্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত-সংস্কার, খেলাধুলার সামগ্রী, পাঠাগারের উন্নয়ন ইত্যাদি কাজের জন্য অনুদানের আবেদন করতে পারবেন। শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য অনুদান প্রাপ্তিতে, বিজ্ঞপ্তিতে বর্ণিত কাগজপত্র বা ডকুমেন্ট যুক্ত করে এই আবেদন নির্ধারিত সময় ২৮শে ফেব্রুয়ারী মধ্যে করতে হবে। তবে যারা ২০১৯-২০, ২০-২০২১ অর্থবছরে অনুদান পেয়েছেন, তারা এই অনুদান প্রাপ্তিতে আবেদন করতে পারবেন না।
শিক্ষা সংক্রান্ত সকল তথ্য, সরকারি-বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, চাকুরি প্রস্তুতি, প্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার রুটিন, সরকারি বৃত্তি ও উপবৃত্তি, জানা অজানা সব খবর ও পাঠক কলামের মজার মজার গল্প,কবিতা পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে শিক্ষার সকল আপডেট,চাকুরির প্রস্তুতির শর্ট টেকনিক পেতে Talukdar Academy ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
0 coment rios: