৯ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতি সপ্তাহে ২টি বিষয়ের উপর এসাইনমেন্ট দেওয়া হবে। এসাইনমেন্ট শেষ করে জমা দেওয়া পর পরবর্তী সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন নিতে হবে। এভাবে নবম শ্রেণীর এসাইনমেন্ট সম্পন্ন করা হবে
১ম সপ্তাহের নবম শ্রেণীর এ্যাসাইনমেন্ট
১৬ মার্চ ২০২১ তারিখে নবম শ্রেনির ১ম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন প্রকাশ করা হয়েছে ।
বাংলা এসাইনমেন্ট সমাধান
অনুচ্ছেদ রচনাঃ ‘স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব‘
নির্দেশনা:
‘বই পড়া’ প্রবন্ধটির আলােকে শিক্ষার্থীরা অনুচ্ছেদটি রচনা করবে। প্রয়ােজনে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ বই থেকে অনুচ্ছেদ লেখার নিয়ম অনুসরণ করবে।
উত্তর:
বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এসাইনমেন্ট সমাধান
১৯৫২, ১৯৬৬, ১৯৭০ সাল বাংলাদেশের ইতিহাস বিনির্মানে অত্যন্ত গুরুত্বপূর্ন কিছু সময়। এর মাঝে কোন সালের ঘটনাপ্রবাহ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অধিকতর প্রেরণা যুগিয়েছিল বলে তুমি মনে কর? যুক্তিসহ তোমার মতামত তুলে ধর।
নির্দেশনা:
- ১. উল্লিখিত সালগুলির সাথে সম্পর্কিত ঘটনাগুলি ধারাবাহিকভাবে উল্লেখ করবে।
- ২. যে ঘটনাটি মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে তা ব্যাখ্যা করবে।
- ৩. উত্তরের স্বপক্ষে যুক্তি প্রদর্শন করবে।
- ৪. নিজস্ব মতামত প্রদান করবে।
উত্তর:
বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান
১। বৃহস্পতিবার প্রমার আম্মু চাল, ডাল, উদ্ভিজ্জভােজ্য তেল, সবজি এবং মাংস মিশিয়ে খিচুড়ি রান্না করলেন। বিকেলে প্রমা পেয়ারা খেতে খেতে তার আব্বকে বললাে যে কাল তারা বাইরে বেড়াতে যাবে এবং বাইরে খাবে।
কথামত শুক্রবারে তারা বাইরে গিয়ে দুপুরে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সফট ড্রিংক এবং বিকেলে বার্গার খেলাে।
- ক) প্রমার গৃহীত খাবারগুলাের মধ্যে কোন খাবারটি ভিটামিন E সমৃদ্ধ?
- খ) উল্লেখিত খাবারগুলাের মধ্যে কোন খাবার উদ্ভিজ্জ উৎস ও কোন কোন খাবার প্রাণিজ উৎস থেকে পাওয়া তা ছকের মাধ্যমে দেখাও।
- গ) বৃহস্পতিবার প্রমার গৃহীত খাবারের একটি সুষম খাদ্য পিরামিড এঁকে উপস্থাপন কর।
- ঘ) প্ৰমার স্বাস্থ্য রক্ষায় কোন দিনের খাবারটি অধিকতর সহায়ক? যুক্তিসহকারে বিশ্লেষণ কর।
২। শিক্ষার্থী হিসেবে তােমার ২৪ ঘন্টার একটি রুটিন তৈরি কর এবং সেখানে নিম্নলিখিত বিষয়গুলাে উপস্থাপন কর।
- ক) তিনবেলার খাবার, টিফিন ও বিকালের নাস্তা
- খ) বিশ্রাম (ঘুম) ও শরীর চর্চা
- গ) সারাদিনের কার্যাবলী (পড়ালেখা, ঘরের কাজ, বাইরের কাজ ইত্যাদি)
- ঘ) খেলাধুলা (বাড়িতে)
- ঙ) প্রার্থণা
- চ) অবসর
- পাঠ্যবইয়ের সহায়তা নিতে পারে;
- চিত্র হাতে আঁকতে হবে;
- সাদাকালাে বা রঙ্গিন যে কোনটি হতে পারে;
- প্রতিটি বিষয় নির্বাচনের কারণ ব্যাখা করতে হবে;
- দৈনিক রুটিন যাতে সার্বিক সুস্বাস্থ্যের সহায়ক হয় সেদিকে খেয়াল রাখতে হবে;
নির্দেশনা:
শ্রেণি ভিত্তিক এ্যাসাইনমেন্ট দেখুন:
- ৬ষ্ঠ শ্রেণির ২০২১ সালের এ্যাসাইনমেন্ট
- ৭ম শ্রেণির ২০২১ সালের এ্যাসাইনমেন্ট
- ৮ম শ্রেণির ২০২১ সালের এ্যাসাইনমেন্ট
- ৯ম শ্রেণির ২০২১ সালের এ্যাসাইনমেন্ট
শিক্ষা সংক্রান্ত সকল তথ্য, সরকারি-বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, চাকুরি প্রস্তুতি, প্রযুক্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার রুটিন, সরকারি বৃত্তি ও উপবৃত্তি, জানা অজানা সব খবর ও পাঠক কলামের মজার মজার গল্প,কবিতা পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে শিক্ষার সকল আপডেট,চাকুরির প্রস্তুতির শর্ট টেকনিক পেতে Talukdar Academy ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
0 coment rios: